আমি লেসবিয়ান নই, জীবনে কখনও ড্রাগ নিইনি : তনুশ্রী দত্ত
তনুশ্রী দত্ত বনাম রাখি সবন্ত।#মিটু বিতর্কে টিনসেল টাউনের শিরোনামে এখন দুই অভিনেত্রী। দিন কয়েক আগে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তনুশ্রীকে আক্রমণ করেছিলেন রাখি। শনিবার রাতে সেই অভিযোগ উড়িয়ে রাখিকে পাল্টা আক্রমণ করলেন তনুশ্রী।
রাখি অভিযোগ করেছিলেন, তনুশ্রী তাঁর সম্মানহানি করেছেন। রাখির কথায়, “তনুশ্রী সমকামী। ও বিশ্রী ভাবে আমার শরীরে হাত দিত। রেভ পার্টিতে ড্রাগ নিত।’’ রাখির এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তনুশ্রী। বলেছেন, তিনি কখনই সমকামী ছিলেন না। সিগারেট বা মদ খান না তিনি। রাখির নাম না করে তাঁকে, ‘বিকৃত চরিত্রের এক মহিলা যিনি পুরুষতন্ত্রের প্রতিনিধি’, বলে উল্লেখ করেন তনুশ্রী।
দিন কয়েক আগে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। সেই অভিযোগের পর গোটা দেশে শুরু হয়েছে ‘#মিটু’ ঝড়।
অনেকেই তনুশ্রীকে সমর্থন করেছেন, ভাগ করে নিয়েছেন ন...













