‘তনুশ্রী সমকামী, ও আমাকে ধর্ষণ করেছে’, অভিযোগ করলেন রাখি সবন্ত!
নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ জানানোর পরই গোটা বলিউডে শুরু হয়ে গিয়েছে #মিটু ঝড়। অনেকেই তনুশ্রীকে সমর্থন করেছেন, শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতা। আবার কেউ নিশ্চুপে এড়িয়ে গিয়েছেন। কিন্তু প্রথম থেকেই তনুশ্রীর বিরোধিতা করেছেন রাখি সবন্ত। এ বার রাখির বিস্ফোরক অভিযোগ, ‘তনুশ্রী সমকামী। ও আমাকে ধর্ষণ করেছে।’
সদ্য মুম্বইতে সাংবাদিক বৈঠক করেন রাখি। সেখানে তিনি দাবি করেছেন, সমকামী তনুশ্রী নাকি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি শরীরে নারী হলেও তনুশ্রী অন্তরে পুরুষ বলেও দাবি করেছেন রাখি।
রাখির দাবি, “১২ বছর আগে তনুশ্রী আমার প্রিয় বন্ধু ছিল। বিভিন্ন রেভ পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও ড্রাগ নিতে বাধ্য করত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপ ভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী।”
নানা পটেকরের ঘটনা প্রকাশ্যে আনার পর রা...