মিডিয়ার বাইরের মানুষকে বিয়ে করব : মিম
‘মিম, তুমি প্রেম করো?’, ‘মিম, তোমার বয়ফ্রেন্ড আছে?’—বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিমকে এই দুটি প্রশ্ন নাকি অনেক শুনতে হয়েছে। আর এ ব্যাপার জানার জন্য কার বেশি আগ্রহ, জানতে চান? তিনি ভারতে বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ। মিম আর জিৎ এবার একসঙ্গে অভিনয় করেছেন ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে। ঈদ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির প্রচারণার কাজ করতে কলকাতায় যান মিম। সেখানেই কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।
জানা গেল, ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির শুটিংয়ে নাকি মিমকে খ্যাপানোর জন্য ভালো কিছু প্রশ্ন খুঁজে পেয়েছিলেন জিৎ। শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই এই দুটি প্রশ্ন করে মিমকে সবার সামনে অপ্রস্তুত করে দিয়েছেন। আর মিমও তা শুনে বাঙালি আর দশটা মেয়ের মতো গাল ফুলিয়ে মায়ের কাছে গিয়ে বসে থাকতেন। তবে পুরো ব্যাপারটি তিনি উপভোগ করেছেন।
...














