বোনের জন্য তোপের মুখে শাহরুখ
বলিউড তারকা শাহরুখ খানের চাচাতো বোন নূরজাহান পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন। পাকিস্তান পার্লামেন্টের পেশোয়ার আসন (আসন নং-৭৭) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসলামাবাদে নির্বাচন কমিশন থেকে নূরজাহান মনোনয়নপত্র তুলেছেন। এদিকে শাহরুখের পাকিস্তানপ্রীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। তাঁর বোনের পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনে অংশ নেওয়া, আইপিএল আসরের গোড়ার দিকে কলকাতা নাইট রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটার নেওয়া, ‘রইস’ ছবিতে পাকিস্তানের নায়িকা মাহিরা খানকে নেওয়া, পাকিস্তানের বন্যায় ত্রাণের জন্য অর্থ সাহায্য দেওয়া—এমনি নানা প্রসঙ্গ তুলে শাহরুখ খানকে আক্রমণ করা হচ্ছে। কেউ আবার শাহরুখের দেশভক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এসব সমালোচনার বিরোধিতা করেছেন অনেকেই। তাঁদের মতে, নূরজাহান পাকিস্তানে নির্বাচনে অংশ নিচ্ছে, এর সঙ্গে শাহরুখকে কেন জড়ানো হচ্...














