চীনে তৈরি হলো ২ টন ধারণক্ষমতার কার্গো ড্রোন - Mati News
Saturday, December 13

চীনে তৈরি হলো ২ টন ধারণক্ষমতার কার্গো ড্রোন

২ টন ওজন বহনে সক্ষম সানি-টি২০০০ নামের একটি কার্গো ড্রোন তৈরি হয়েছে চীনে। শেনইয়াং সানি অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডভেঞ্চার কোম্পানি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ড্রোনটি। শনিবার লিয়াওনিং প্রদেশের শেনইয়াংয়ে এটি উৎপাদন লাইন থেকে বেরিয়ে আসে।

সানি-টি২০০০–এ আছে ১৫ ঘনমিটার কার্গো হোল্ড। জরুরি সরঞ্জাম, শিল্প উপাদান থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনেও এটি ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ লোডে ড্রোনটি এক হাজার কিলোমিটারের বেশি পথ উড়তে পারে এবং ৮০০ মিটার রানওয়ে থেকেই উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম।

কোম্পানি জানায়, ৬ টন মডেলের শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন এটিপি১২০ তৈরি সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১০ টনের বাণিজ্যিক কার্গো বিমানও তৈরি হচ্ছে, যা অঞ্চলজুড়ে ভারী মাল পরিবহনে ব্যবহৃত হবে।

চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শেনবেই নিউ ডিস্ট্রিক্ট লো-অল্টিটিউড ইকোনমিকে কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে ঘোষণা করা হয়। এখন এলাকায় ৩০টির বেশি ড্রোন ও উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *