দ্য কুইন অব ঝাঁসি ’র মুক্তি পেল ‘মণিকর্ণিকা ট্রেলার - Mati News
Tuesday, December 16

দ্য কুইন অব ঝাঁসি ’র মুক্তি পেল ‘মণিকর্ণিকা ট্রেলার

দ্য কুইন অব ঝাঁসি

অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি ’র ট্রেলার। মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত।  দ্য কুইন অব ঝাঁসি ছবির নাকি কঙ্গনার কেরিয়ারে মাইলস্টোন হতে চলেছে। ট্রেলারও সে ইঙ্গিত দিচ্ছে। অন্তত এমনটাই মত সিনে ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

বহু সমস্যা পেরিয়ে এ ছবির শুটিং শেষ করেছেন কঙ্গনা। কলাকুশলীদের পারিশ্রমিক আটকে থাকা, বাজেট— এ হেন বহু সমস্যা সামলেছে গোটা টিম। কিন্তু কাজ শেষ করেছেন সকলে। ট্রেলারে কখনও যোদ্ধা, কখনও মা, কখনও বা স্ত্রীর বেশে কঙ্গনা অবাক করেছেন দর্শককে। এই প্রথম বার নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন যিশু সেনগুপ্ত।

কঙ্গনার কথায়, ‘‘এই ছবিটা আমার খুব গর্বের। আমরা হৃদয়, রক্ত, ঘাম দিয়ে তৈরি করেছি। আশা করি প্রত্যেক ভারতীয়র ভাল লাগবে।’’ আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *