নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ) - Mati News
Saturday, December 13

নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ)

ভাইরাল

মাঝে মধ্যেই সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ছবি ও ভিডিয়ো পোস্ট করে ভক্তদের নজর কেড়ে ভাইরাল হন দিশা পাটানি। কখনও বিকিনির ছবি পোস্ট করে, কখনও আবার ডান্স ভিডিও। সম্প্রতি, সেলেনা গোমেজের গান ‘I Can’t Get Enough’ এর সঙ্গে ডান্স করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিশা। ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কোরিওগ্রাফার ডিম্পল কোটেচাকে।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে দিশা লিখেছেন #justchilling with @dimplekotecha in love with this new track #cantgetenough.”

 

দিশা পাটানি এই মুহূ্র্তে মোহিত সুরির ছবি ‘মালঙ্গ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে দিশার বিপরীতে দেখা যাবে আদিত্য রয় কাপুর। রয়েছেন কুণাল খেমু, অনিল কাপুরকে। প্রসঙ্গত, এর আগে হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে কুংফু যোগা ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন দিশা। সলমন খানের ‘ভারত’ ছবিতেও দেখা যাবে দিশাকে।

সিনেমা ছাড়াও মাঝে মধ্যেই জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের সঙ্গে প্রেমের কারণেও পেজ থ্রির শিরোনামে উঠে আসেন দিশা। শোনা যাচ্ছে তাঁরা নাকি বাগদানও সেরে ফেলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *