নাটকে নয় বাস্তবেই পানওয়ালী পূর্ণিমা - Mati News
Saturday, December 13

নাটকে নয় বাস্তবেই পানওয়ালী পূর্ণিমা

পূর্ণিমা

জামালপুরে একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে অন্য রকম এক খুনসুটিতে মেতে ওঠেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা । একটি পানের দোকানে বসে শুরু করেন দোকানদারি। তাঁর দোকানে পান কিনতে যান নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ।

নাটকে নয় বাস্তবেই পানওয়ালী পূর্ণিমা

অভিনেতা ফেরদৌস যান কফি খেতে। পূর্ণিমা অবশ্য ফেরদৌসকে সাফ জানিয়ে দেন, তিনি পান বিক্রি করেন, কফি না। একপর্যায়ে সোহাগ-ফেরদৌস হাসতে হাসতে বলে ওঠেন, তাঁরা ‘খুশির ঠ্যালায়’ পূর্ণিমার দোকানে গেছেন!

আরো পড়ুন : নতুন মাইলফলকে সাবিলা নূর

ঘটনাটির ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন পূর্ণিমা। ক্যাপশন দিয়েছেন, ‘পানওয়ালী’। এ নিয়ে তাঁর বন্ধু-ভক্তরাও বেশ মজা করছেন!

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3U4SulFnv1UtzSRuSs3qLCbK4-uYfwCsGTvMQ_cy6XXu3oLmMYzQSViaI

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *