Tuesday, April 15

প্রিয়াঙ্কার এই পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে

প্রিয়াঙ্কারনিক জোনাস ও তাঁর গোটা পরিবারের সঙ্গে মিয়ামির সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে নিত্যদিন নানান রকম পোশাকে দেখা যাচ্ছে পিগি চপস। তবে প্রিয়াঙ্কার সেই সমস্ত পোশাকের দাম শুনলে মধ্যবিত্তের চোখ কপালে উঠবে বৈকি।

বুধবার সকলে প্রিয়াঙ্কাকে মিয়ামির সৈকতে সাদা ও সবুজ রঙের মিশেলে একটি সুন্দর পোশাকে দেখা যায়। যে পোশাকের দাম হয়ত মধ্যবিত্তের গোটা মাসের বেতন।

প্রিয়াঙ্কার এই পোশাকের দাম কত জানেন? এই পোশাকের দাম ২৬ হাজার ৫৩৭ টাকা। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন…

হাতে যে চিক ব্যাগটি দেখা যাচ্ছে, তার দাম জানলে তো আরও চমকে উঠবেন। এই ব্যাগের দাম ৬০, ১৫৮টাকা।

দুদিন আগেই মিয়ামিতে প্রিয়াঙ্কাকে অস্ট্রেলিয়ান ডিজাইনারের ডিজাইন করা একটি বিকিনিতে দেখা যায়,যার দাম নাকি ৬, ১২৭ টাকা। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-নিক ছাড়াও তাঁদের সঙ্গে মিয়ামিতে গিয়েছেন প্রিয়াঙ্কার সঙ্গে মিয়ামিতে দেখা গেছে নিক জোনাস, জো জোনাস, সোফি টার্নার, কেভিন জোনাস সহ জোনাস পরিবারের অন্যান্য সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *