Monday, December 23
Shadow

বিশ্বকাপের মাঠে নেই, আছে গানে

 বিশ্বকাপের

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও এখানকার দর্শক ওতপ্রোতভাবে থাকেন বিশ্বকাপ ফুটবলের সঙ্গে। এ দেশের বেশির ভাগ ফুটবলপ্রেমী যুগ যুগ ধরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন করে আসছে। শুধু কি তা-ই, বাড়ির ছাড়ে কিংবা গাড়িতে প্রিয় দলের পতাকা টাঙানোর বিষয়টিও নজরে আসে। আর কয়েক আসর ধরে তো বাংলাদেশের গানের জগতের মানুষেরা বিশ্বকাপ ফুটবলকে সমর্থন জানিয়ে তৈরি করছে নানা গান। এবারও প্রিয় দলের প্রতি শুভ কামনা জানিয়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে তৈরি হয়েছে কয়েকটি গান। বিশ্বকাপ ফুটবলের সেই কয়েকটি গানের খবর প্রথম আলো পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে তরুণ গায়ক, গীতিকার ও সুরকার মহিবুল আরিফ তৈরি করেছেন ‘জয় অব ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের একটি গান। গত ৬ জুন গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়। গানের জগতের এই তরুণ এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে গান তৈরি করে চমকে দেন। ‘জয় অব ওয়ার্ল্ড কাপ’ গানে চট্টগ্রামের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন মহিবুল আরিফ। তিনি বলেন, ‘বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশি ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করা এই গানের মূল উদ্দেশ্য। আশা করি বাংলাদেশের ফুটবলও বিশ্ব মঞ্চে একদিন ভালো অবস্থান তৈরি করবে। এই গান শুনে যদি একজন কিশোরও ফুটবলের প্রতি নতুন করে আগ্রহী হয়, সেটাই আমার সফলতা।’

. ‘জিতবে ফুটবল’ গানের ভিডিওর দৃশ্য‘ফুটবল ফুটবল, সারা বিশ্ব টলমল/কে হারে কে জিতে, নাথিং ইমপসিবল’—এমন কথার নতুন একটি গান বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রকাশ করেছে ভিশন ইলেকট্রনিকসের ইউটিউব চ্যানেল। চিরকুট ব্যান্ডের তারকা মুখ পাভেল অরিনের সংগীত পরিচালনায় ‘ফুটবল ফুটবল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁচল ও দিদার। আর গানের কথা লিখেছেন পদ্ম। এদিকে গানের তালে নাচে ভরপুর ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান। এতে মডেল হয়েছেন টয়া, হৃদি শেখ, শাহবাজ মঈন, আলিফ, তাসনিয়াসহ অনেকেই। ১৩ জুন সন্ধ্যায় গানটি ইউটিউবে অবমুক্ত করার সময় শিল্পী-কুশলীরা ছাড়াও গানটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে উপিস্থিত ছিলেন। ভিশন ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক (বিপণন) মাহাবুবুল ওয়াহিদ বলেন, ‘বিশ্বকাপ উৎসব নিয়ে আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি, যার একটি হলো এই গানের ভিডিও। আমরা চাই দেশের মানুষ ফুটবল উৎসবকে নাচে-গানে আরও রাঙিয়ে তুলুক।’‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন পুলক ও নন্দিতাফুটবল উন্মাদনায় মেতে ওঠা ফুটবলপ্রেমীদের জন্য ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের একটি গান গেয়েছেন ক্লোজআপ তারকা পুলক ও বাংলাদেশ আইডল নন্দিতা। গানের কথা ও সুর করেছেন মাহবুবুল এ খালিদ। সংগীতায়োজন করেছেন আতিকুর রোমান।

পুলক বলেন, ‘এই গানের কথায় চমৎকার বার্তা আছে। ফুটবল যে মানুষে মানুষে বিভেদ ও বিবাদ ভুলিয়ে দেয়, তা-ই এই গানের মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে। চার বছর পর শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল বিশ্বের সব প্রান্তের ফুটবলপ্রেমীদের এক করে। শুধু কি তা-ই, বিশ্বকাপ ফুটবলকে উপলক্ষে করে সবাই ভালোবাসা ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হোক, শক্তি প্রদর্শন বন্ধ করে ফুটবল উন্মাদনায় সবাই মেতে উঠুক—এই বার্তা গানটির মধ্যে তুলে ধরা হয়েছে।’

বিশ্বকাপ ফুটবলকে নিয়ে ‘জিতবে ফুটবল’ নামে আরেকটি গান তৈরি করেছেন তানিম রহমান। মেহেদী আনসারীর লেখা গানটির সুর করেছেন ইমন চৌধুরী, ডিরকস্টারখ্যাত শুভ ও রিয়াদ। সংগীতও করেছেন ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, তাহসান, মিজান, কনা, ডি রকস্টার শুভ ও জেফার।‘জয় অব ওয়ার্ল্ড কাপ’ গানের দৃশ্যশুভ বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের মাঠে আমরা নেই। কিন্তু বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের আবেগ অন্য মাত্রার। বিশ্বকাপ ফুটবল এলেই দেখা যায়, দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক। দেখে যেন মনে হবে, পুরো দেশ আর্জেন্টিনা আর ব্রাজিলে বিভক্ত হয়ে গেছে। এই আবেগ অন্য কোথাও পাবেন না। ‘জিতবে ফুটবল’ গানটি সেই আবেগ নিয়ে। আশা করছি, আমাদের গানটিও সবার আবেগকে ছুঁয়ে যাবে।’ আগামীকাল শনিবার গানটি শুভর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বিশ্বকাপ ফুটবল নিয়ে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ ও কনা। ‘ফুটবলে প্লে প্লে’ শিরোনামের এই গানের ভিডিও নির্মাণ করেছেন গোলাম হায়দার কিসলু। গানের সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। মিলন মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় উৎসবে মেতে থাকতে ভালোবাসেন। চার বছর পর শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল ঘিরে এ দেশের মানুষের উচ্ছ্বাস অন্য অনেক দেশের চেয়ে বেশি। আমাদের এই গানটিও উৎসবমুখর, যেখানে বিশ্বকাপের উন্মাদনা ফুটে উঠেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!