Saturday, March 15

সিজারিয়ান অপারেশন বনাম ব্যথামুক্ত প্রসব

ব্যথামুক্ত প্রসব

সিজারিয়ান অপারেশন বনাম ব্যথামুক্ত প্রসব

১. সিজারিয়ান অপারেশন একটি অস্ত্রপ্রাচার, তাই অস্ত্রপ্রাচারকালীন অথবা এর পরে অনেক জটিলতা ঘটতে পারে । স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবে এটা হয়না।

২. সিজারিয়ান অপারেশনে একজন মায়ের দুই বা তিনের বেশি গর্ভধারণ করা সম্ভব নয়। স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবে এটা সম্ভব।

৩. সিজারিয়ানের পর ইন্সিসনাল হার্নিয়া বা তলপেটের ব্যথা বা অন্যান্য জটিলতা হতে পারে। ব্যথামুক্ত প্রসবে এগুলো হয়না।

৪. সিজারিয়ান অপারেশনে কাটা জায়গা ছিড়ে যাবার সম্ভাবনা থাকে। ব্যথামুক্ত প্রসবে তা হয়না।

৫. একবার সিজারিয়ান অপারেশন হলে পরবর্তী স্বাভাবিক প্রসব করানোও ঝুকিপূর্ণ হয়। কাজেই প্রথম থেকে উচিত সিজারিয়ান ডেলিভারী থেকে দূরে থাকা।

৬. সিজারিয়ান অস্ত্রোপ্রাচারের পর পরবর্তী কয়েকদিন হাসপাতালে থাকতে হয়। কিন্তু স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবের পর একজন মা কয়েক ঘন্টার মধ্যেই বাসায় চলে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *