Monday, December 23
Shadow

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখতে তুর্কি বিমানঘাঁটি প্রস্তুত!

মার্কিন

মার্কিন তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্ক পাচ্ছে এমন আভাসে এ বিমানটি রাখতে দেশটির একটি বিমানঘাঁটি প্রস্তুত রাখা হয়েছে। দেশটির সেনাবাহিনী এমন তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, যেখানে এ যুদ্ধবিমান রাখা হবে, সে জায়গাটি প্রস্তুত রাখা হয়েছে।

এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান তুরস্ককে হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি সেনাবাহিনী জানায়, অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সমন্বয় চলছে।

বৃহস্পতিবার তুরস্কের সেনাবাহিনীর সূত্র জানায়, তাদের পাইলটরা যুক্তরাষ্ট্রে এফ-৩৫ বিমানের প্রশিক্ষণ নিচ্ছে। তবে তারা এ যুদ্ধবিমান পেতে দেশটির সঙ্গে সমন্বয় চালাচ্ছে। খবর রয়টার্সের।

এদিকে ওই সূত্র বিষয়টি নিশ্চিত বলছে, মলতয়া বিমানঘাঁটিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, যেখানে এফ-৩৫ বিমান স্থাপন করা হবে। তুরস্ক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় দেশটির সব দায়িত্বপালন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর প্রক্রিয়া বাতিল করে। কারণ হিসেবে তারা বলছে, তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রয় করছে।

প্রসঙ্গত তুরস্ক ১৯৯৯ সালে ১০০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে গত বছরের ২২ জুলাই প্রথম চালান হিসেবে একটি বিমান হস্তান্তর করে আমেরিকা।

ন্যাটোভুক্ত দেশ তুরস্ক আমেরিকা নেতৃত্বাধীন কয়েকটি দেশের এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি ও কেনার প্রকল্পে যুক্ত রয়েছে। অন্যান্য দেশগুলো হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে এবং ডেনমার্ক।

তুরস্ক রাশিয়ার এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্রয়ে অটল থাকলে যুক্তরাষ্ট্র সিনেটে তুরস্কের বিরুদ্ধে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে বিল পাস করে।

এদিকে ২০১৭ সালের ডিসেম্বরে এস-৪০০ পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি করে তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!