class="post-template-default single single-post postid-17151 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

সরাসরি মেসির খেলা দেখে মুগ্ধ দ্রাবিড়

মেসির খেলা

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবার রাতে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৮৫ এবং ৮৬ মিনিটে সুয়ারেজ এবং মেসি গোল করে দলকে জয় এনে দিয়েছেন। দুই তারকার এক মিনিটের শো’তে জয় পেয়েছে ভালভার্দের দল। দারুণ ওই ম্যাচ ক্যাম্প ন্যুতে বসে দেখেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। সরাসরি মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় বর্তমান ছুটিতে আছেন। পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন স্পেনে। সেখানে বার্সার ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করেননি তিনি। দারুণ ওই অভিজ্ঞতা নিয়ে দ্রাবিড় বলেন, ‘এটা এমন একটা ইচ্ছা যা সবসময়ই পূরণ করতে চেয়েছিলাম। ক্যাম্প ন্যুতে আসা, ম্যাচ দেখার অভিজ্ঞতা দুর্দান্ত এক ব্যাপার।’

এফসিবার্সেলোনা ডটকমতে তিনি বলেন, ‘এটা অসাধারণ। আমার মতে, মেসি এবং সুয়ারেজকে সরাসরি দেখা আমার এবং আমার পরিবারের জন্য দারুণ এক মুহূর্ত। আমাকে এভাবে আতিথেয়তা দেবার জন্য বার্সাকে ধন্যবাদ।’

শুধু ভারত নয়; ভারতীয় উপমহাদেশে ক্রিকেট জনপ্রিয় খেলা। তবে ভারতেও ফুটবল জায়গা করে নিচ্ছে। এ নিয়ে ভারতের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই ব্যাটসম্যান বলেন, ‘আমাদের দেশে আইপিএলে অনেক দর্শক হয়। এমনকি টেস্ট ক্রিকেট দেখতেও দর্শক মাঠে ভিড় করে। ক্রিকেট আমাদের এক নম্বর খেলা। তবে ফুটবলও দ্রুত জায়গা ধরে নিচ্ছে।’

মেসির খেলা দেখে মুগ্ধ দ্রাবিড় জানান, মেসি অসাধারণ প্রতিভা। তাকে সরাসরি খেলতে দেখা অসাধারণ ব্যাপার। বল পায়ে মেসি দুর্দান্ত। তবে বল ছাড়া মেসি কিভাবে জায়গা করে নেয় সেটা দেখাও দারুণ ব্যাপার। আমার মতে, এক্ষেত্রে মেসির চেয়ে ভালো ফুটবলার কেউ নেই।’ রাহুলকে পেয়ে উচ্ছ্বসিত বার্সেলোনাও। তারা টুইট করেছে, ‘রাহুল দ্রাবিড়, আপনাকে বার্সায় অভ্যার্থনা জানাতে পেরে আমরা খুব খুশি। আশা করছি আমাদের জয় আপনি উপভোগ করেছেন।’

 

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR25fktOGTkx32JQaRZIUIZRZgrSXe8Vb-MVKg8nOgLzPrBUlAtxGifVm_w

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!