শাকিব-বুবলীকে নিয়ে আরটিভির সিনেমা লিডার
Friday, December 5

শাকিব-বুবলীকে নিয়ে আরটিভির লিডার

লিডারদুজনকে নিয়ে প্রথমবারের মতো ছবি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নাট্যনির্মাতা তপু খান। নাম লিডার আমিই বাংলাদেশ। সূত্র বলছে, এরমধ্যে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির তুমুল আলোচিত এই জুটি।

লিডার ছবিটি নির্মিত হচ্ছে আরটিভি তথা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে। তারা এর আগে আলোচনায় আসে তাহসান-শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন’ নির্মাণ করে।

বুধবার চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, ১৮ ফেব্রুয়ারি নতুন একটি চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীসহ সংশ্লিষ্টরা।

তবে এ বিষয়ে পরিচালক তপু খান, দুই শিল্পী শাকিব খান ও শবনম বুবলীর সরাসরি কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এটুকু জানা গেছে, সব সমালোচনা আর গুঞ্জনের জবাব দিতে শাকিব-বুবলী এখন প্রস্তুত। ২০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির শুটিং। ১৮ ফেব্রুয়ারি হবে জমকালো মহরত। যেখানে দীর্ঘ বিরতির পর এক ফ্রেমে ধরা দেবেন ঢাকাই ছবির আলোচিত সফল এই জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *