Monday, December 23
Shadow

শাকিরার বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির অভিযোগ

শাকিরারস্পেনে কর ফাঁকির অভিযোগ উঠল গায়িকা শাকিরার বিরুদ্ধে। সে দেশের সরকারি আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। এভাবে তিনি মোট ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে দাবি স্পেন সরকারের।

২০১৫ সাল থেকে বাহামোস ছেড়ে পার্টনার বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বসবাস করছেন শাকিরা। তাদের দুই সস্তানও আছে। যদিও সরকারি আইনজীবীর বক্তব্য, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনায় বসবাস করেছেন গায়িকা। এই ক’বছরে স্বল্প সময়ের জন্য বিদেশ সফর ছাড়া অধিকাংশ সময় স্পেনেই সময় কাটিয়েছেন নায়িকা। সুতরাং এই সে বছরগুলোতে ব্যক্তিগত আয়ের ওপর স্পেন সরকারকে কর দিতে হবে তাকে।
শাকিরার বিরুদ্ধে মামলার শুরু করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ সরকার পক্ষের হাতে আছে কি না, এক বিচারকই তা ঠিক করবেন। তবে এই অভিযোগ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাননি গায়িকার মুখপাত্র। খবর এইসময়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!