Thursday, March 13

হুমকির মুখে শাহরুখ খান

বলিউড অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই হুমকি পেয়ে থাকেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম নন বলিউড সুপারস্টার শাহরুখ খান ।
ওড়িশ্যার মানুষকে অপমান করার অভিযোগ তুলে ‘বাদশাহ’ খ্যাত এই তারকাকে লাঞ্ছিত করার হুমকি দিয়েছে সেখানকার একটি সংগঠন।

জি-নিউজ জানায়, আগামী সপ্তাহে পুরুষ হকি বিশ্বকাপের প্রচারে ভুবনেশ্বর যাবেন শাহরুখ খান। এই খবর পেয়ে তাকে হুমকি দিয়ে বসল ‘কলিঙ্গ সেনা’ নামের একটি সংগঠন।
সংগঠনটির প্রধান হেমন্ত রথ জানান, ভুবনেশ্বরে এলে শাহরুখ খানের মুখে কালি ছিটানো হবে। দেখানো হবে কালো পতাকাও। সংগঠনের অভিযোগ, শাহরুখ ওড়িশ্যা মানুষকে অপমান করেছেন। তাই তার বিরুদ্ধে ‘কলিঙ্গ সেনা’র এই বিশেষ কর্মসূচি।

তাদের অভিযোগ, ১৭ বছর আগে নির্মিত বলিউড ছবি ‘অশোকা’য় যেভাবে সেই সময়ের কলিঙ্গকে (বর্তমানে ওড়িশ্যা) দেখানো হয়েছে, তা সেখানকার মানুষের জন্য অপমানজনক।
বলিউড বাদশা অভিনীত ছবিটি মুক্তি পায় ২০০১ সালের ২৬ অক্টোবর। ব্যাপক বিক্ষোভের মুখে প্রথম সপ্তাহে ওড়িশ্যার হলগুলোতে ‘অশোকা’ প্রদর্শন বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *