Monday, December 23
Shadow

সিডনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

অস্ট্রেলিয়ার সিডনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ আহমেদ সাদমান নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে সিডনির ওয়্যারউইক ফার্মের হিউম হাইওয়েতে এ মোটরসাইকেলে করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছালে গুরুতর আহত অবস্থায় সাদমানকে সিডনির লিভারপুল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার আগেই মারা যান তিনি।

তবে দুর্ঘটনার সঠিক কোনো কারণ এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত কাজ চলেছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ।

সাদমানের ঘনিষ্ট বন্ধু শাহ আবদুল মতিন বলেন, ‌‘সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনার ওপর স্নাতক করছিলেন সাদমান। তিন সন্তানের মধ্য বড় ছিলেন সাদমান আহমেদ। তিনি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতেন। এই মোটরসাইকেল ওর প্রাণ নিয়ে নিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!