Friday, March 29
Shadow

স্বপ্নের কিছু ব্যাখ্যা জেনে নিন

স্বপ্নেরঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না, এমন মানুষ বোধহয় নেই! মনোবিদরা বলেন, আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন। তবে এ সম্পর্কে অন্যান্য বিশ্বাসও রয়েছে। প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনও না কোনও অর্থ লুকিয়ে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কোন স্বপ্নের কী মানে।

১) স্বপ্নে ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখলে দুঃখ নাশ হয়।

২) নৌকায় নদী পার হওয়ার স্বপ্ন দেখলে বিদেশ যাত্রার লক্ষণ।

৩) সাঁতার কাটার স্বপ্ন দেখা সৌভাগ্যসূচক।

৪) নিজের ঘরে বা অপরের ঘরে আগুন লাগা দেখা জীবনে পরিবর্তনের লক্ষণ।

৫) সূর্যোদয়ের স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ।

৬) খরিদ্দার টাকা না দিয়ে পালানোর স্বপ্ন দেখলে তা পাওনা টাকা প্রাপ্তির লক্ষণ।

৭) কারও পায়ে সাপ, বিছা বা কোন পোকামাকড় কামড়ানোর স্বপ্ন দেখা কষ্ট দূর হওয়ার লক্ষণ।

৮) মাদী ছাগল বা গরুর স্বপ্ন দেখলে দুঃসময় কেটে যায়।

৯) কুকুরের সঙ্গে নিজের খেলার স্বপ্ন দেখলে তা ব্যবসায়ে লাভের লক্ষণ।

১০) কুঁজো, বক, মুরগী স্বপ্নে দেখলে তা চতুরা স্ত্রী লাভের ইঙ্গিত।

স্বপ্ন নিয়ে এমন আরও হাজারও ব্যাখ্যা বা বিশ্বাস প্রচলিত আছে। রয়েছে মতান্তরও। যদি এই ব্যাখ্যাগুলিকে বিশ্বাস করেন, তাহলে মিলিয়ে দেখতে পারেন আপনার স্বপ্ন কী বলতে চায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!