Thursday, April 25
Shadow

ছোটদের সাধারণ জ্ঞান

ছোটদের সাধারণ জ্ঞান

 

১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? 

উত্তর: এশিয়া।

 

২. একটি সমকোণের পরিমাপ কী? 

উত্তর: ৯০

 

৩. মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কোনটি? 

উত্তর: উরু পেশি।

 

৪. বাংলাদেশে রাষ্ট্রপতি কয় বছরের জন্য নির্বাচিত হন? 

উত্তর: পাঁচ বছর।

 

৫. বিজ্ঞানের যে শাখায় পাখীদের সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কী বলে ?

উত্তর: অরনিথোলজি।

 

৬. অ্যালিস ইন ওয়ান্ডার ল্যান্ড গল্পটি কে রচনা করেন?

উত্তর: লুই ক্যারল।

 

৭. গাণিতিক সংখ্যা শূন্য কে আবিষ্কার করেন ?

উত্তর: আর্যভট্ট ।

 

৮. পাউরুটি তৈরি করতে কোন ধরনের ছত্রাক ব্যবহৃত হয় ?

উত্তর: ইস্ট।

 

৯. আলেকজান্ডার ফ্লেমিং কোন বিখ্যাত আবিষ্কারটি করেন?

উত্তর: পেনিসিলিন ।

 

১০. মানবদেহে কয়টি হাড় রয়েছে? 

উত্তর: ২০৬টি।

 

সাধারণ জ্ঞান :

 

১১. কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।

 

১২. এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স।

 

১৩। ব্যাকটেরিয়ার আবরণীকে কী বলা হয়?

উত্তর: ক্যাপসুল।

 

১৪। AIDS ভাইরাস কী ধরনের ভাইরাস?

উত্তর: RNA ভাইরাস।

 

১৫। মানবদেহে কয়টি পেশী রয়েছে? 

উত্তর: ৬৩৯টি।

 

১৬। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: ইন্দিরা গান্ধী।

 

১৭। পৃথিবীর গভীরতম সমুদ্রের নাম কী?

উত্তর: প্রশান্ত মহাসাগর।

 

১৮। মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কী?

উত্তর: স্টেপস।

 

১৯। পৃথিবীর গভীরতম মহাসাগরীয় পরিখার নাম কী?

উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।

 

২০। রোমানিয়ার রাজধানীর নাম কী? 

উত্তর: বুখারেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!