Monday, April 14

ইউটিউবে শিক্ষামূলক সেরা চ্যানেল টেড-এক্স ted ex

কথায় আছে সাধারণ মানুষ কথা বলে অপরের দোষ নিয়ে, আর মেধাবীরা কথা বলে যুগান্তকারী সব আইডিয়া নিয়ে। তরুণ বয়স থেকেই এমন আইডিয়াবাজ মেধাবী তৈরি করতে কাজ করে যাচ্ছে টেড।

ted ex
ted ex

টেড একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও এটি কাজ করে বিশ্বময়।

বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে টেড তরুণদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করে যাচ্ছে। টেডের সবচেয়ে জনপ্রিয় সেবা টেড টকস।

ইউটিউবে টেড-এক্স বা টেড টকস লিখে সার্চ দিলেই পাওয়া যাবে ওই চ্যানেলটি। এই চ্যানেলে ৯৭ হাজারের বেশি ভিডিও আছে। প্রতিটি ভিডিওতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা আলোচনা করেন। ভিডিওগুলোর দৈর্ঘ ১৮ মিনিট বা তার থেকে কম। চ্যানেলের লিঙ্ক ( ted ex )

টেডের অন্যান্য সেবার মধ্যে রয়েছে, টেড প্রাইজ, টেড এড, টেড বুকস ইত্যাদি। টেড এড পৃথিবীর প্রায় ১০০ ভাষায় কাজ করে। এই লিংকে এ ঢুকলে দেখতে পাবেন অগণিত সব লেসন। ted ex

লেখার পাশাপাশি ভিডিও লেসনও আছে। গ্রাফিকাল্লি দেখিয়ে বোঝায় বলে শেখা ও মনে রাখা সহজ। চা কোথা থেকে এলো তার ইতিহাস থেকে শুরু করে শিল্প, বিজ্ঞান কী নেই এই লেসনের তালিকায়!

বাঁ পাশে অপশনের তালিকায় ১২টি অপশন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসা, অর্থনীতি, প্রকৌশল, শিল্পকলা, গণিত, স্বাস্থ্যবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, দর্শন ইত্যাদি। প্রতিটি অপশনের মধ্যে আছে আলাদা আলাদা ক্যাটেগরি। ted ex

যেমন স্বাস্থ্যবিদ্যায় ঢুকলে দেখতে পাবেন মেডিক্যাল কনডিশন, পাবলিক হেলথসহ আরও অনেক বিষয়ে বিস্তারিত সব লেসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *