ব্ল্যাক মুন
পরিচালক: লুইস মালে
অভিনয়: ক্যাথরিন হ্যারিসন, জো দালেসান্দ্রো, আলেকজান্দ্রা স্টুয়ার্ট প্রমুখ।
১৯৭৫ সালের ছবিটি দুটো ফরাসি সিজার পুরস্কার জিতেছে। পরিচালক মালের ভাষ্যমতে, ছবিটিকে পৌরাণিক কাহিনীর সঙ্গে রূপকথার মিশেল বলা যেতে পারে। এমন দৃশ্য হয়তো নিকট ভবিষ্যতেই দেখতে পাবে মানুষ। একটি যুদ্ধ অতি আসন্ন। আর তা হলো নারী বনাম পুরুষের যুদ্ধ। ওটা হবে একটা নতুন ধরনের গৃহযুদ্ধ। ছবির শুরুতেই যা দেখানো হয়েছে। আর ওই যুদ্ধের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ায় লিলি নামের এক তরুণী। বনের ভেতর একটি খামার বাড়ি দেখে এগিয়ে যায় লিলি। দরজা ঠেলে ঢুকতেই সে ঢুকে পড়ে অন্য এক জগতে। দেখা হয় রূপকথার কিছু চরিত্রের সঙ্গে। তারচেয়েও অদ্ভুত ঠেকে সেখানকার মানুষগুলো। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন ওই বাড়ির বৃদ্ধা। বাইরের জগতের সঙ্গে যার যোগাযোগ হয় একমাত্র রেডিওর মাধ্যমে। পরিবারে রয়েছে এক বোন, ভাই ও অনেকগুলো শিশু। আছে কথা বলতে এমন প্রাণী। চরিত্রগুলোর অদ্ভুত কর্মকাণ্ডের ভেতর দিয়ে চলমান লৈঙ্গিক যুদ্ধ দেখিয়ে কোনো এক গূঢ় শিল্পের চৌকাঠে পা রাখতে চেয়েছেন মালে। ছবিটা তাই যথেষ্ট পরীক্ষামূলক। বোদ্ধারাও পাবেন ভাবার খোরাক।