বাংলাসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাছাই করা কয়েকটি বিপরীত শব্দ দেওয়া হলো। বিসিএস ও সরকারি ব্যাংকের পরীক্ষা এবং প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এগুলো খুব কাজে আসবে।
শব্দের শুরুতে অন, অনা, অ, অপ, অব, ন, না, নি, নির উপসর্গগুলো যোগ করলে শব্দের অর্থ না-বাচক হয়ে যায়। তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতে এগুলোর ব্যবহার দেখা যায় ।আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁবোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেটার বদলে না-বোধক উপসর্গও ব্যবহার করা হতে পারে।
বিপরীত শব্দ গুলোর পাশাপাশি আরো অনেক সাধারণ জ্ঞান ও ব্যাকরণের প্রশ্নের জন্য সাইটটি ব্রাউজ করুন। আপডেট পেতে যোগ দিন এই গ্রুপে।
ব্যর্থ = সার্থক
খাতক = মহাজন
আবির্ভাব = তিরোভাব
আকুঞ্চন = প্রসারণ
যশ = অপযশ
গ্রহণ = বর্জন
মৃদু = প্রবল
অলীক = বাস্তব
উপচয় = অপচয়
বর্ধমান = ক্ষীয়মান
অকর্মক = সকর্মক
অধিত্যকা = উপত্যকা
অচলায়তন=সচলায়তন
অনুরাগ=বিরাগ
অনুলোম=প্রতিলোম
অচেতন=সচেতন
অলীক=সত্য অশন অল্পপ্রাণ=মহাপ্রাণ
অন্ত=অনন্ত
নশ্বর = অবিনশ্বর
আত্মীয় = অনাত্মীয়
আবিল = অনাবিল
ইষ্ট= অনিষ্ট
উৎকর্ষ = অপকর্ষ
সদয় = নির্দয়
সবল = দুর্বল
সরস = নীরস
সাকার = নিরাকার
হুঁশ = বেহুঁশ
অধম = উত্তম
অগ্র = পশ্চাৎ
অন্তর = বাহির
অর্থ = অনর্থ
অচল = সচল
আয় = ব্যয়
দোষী = নির্দোষ
আদি = অন্ত
ভীতু = সাহসী
গুরু = লঘু
মিলন= বিরহ
স্থির= চঞ্চল
ভ‚ত= ভবিষ্যৎ
স্বর্গ= নরক
জোয়ার = ভাটা
মৃদু= প্রবল
স্বকীয় = পরকীয়
মুখ্য= গৌণ
উদার= সংকীর্ণ
আবাহন=বিসর্জন
হরণ= পূরণ
ঐহিক=পারত্রিক
অশন=অনশন
প্রতিযোগী=সহযোগী
গৃহী= সন্ন্যাসী
আবশ্যক= অনাবশ্যক
দ্যুলোক= ভূলোক
প্রাচীন=অর্বাচীন/নবীন
দুর্বিনীত= বিনীত
বাংলা : গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ (পর্ব-১)
বাংলা সাধারণ জ্ঞান : প্রশ্ন ও উত্তর