Monday, December 23
Shadow

রেসিপি : ঘি দিয়ে বেবি কর্ন ফ্রাই Recipe: Baby corn fry with Butter oil

বেবি কর্ন অনেকেরই প্রিয় খাবার। বিশেষ করে সবজির ক্ষেত্রে যারা একটু আভিজাত্য পছন্দ করেন তাদের মেনুতে বেবি কর্ন প্রায়ই থাকে। আজ থাকলো অল্প ঘি দিয়ে দারুণ স্বাদের বেবি কর্ন ফ্রাই রেসিপি ।

 

বেবি কর্নের রেসিপি : যা যা লাগবে

  • ২ জনের খাওয়ার জন্য ৬-৭টি বেবি কর্ন যথেষ্ট।
  • কর্নগুলো মাঝ বরাবর ফালি করে কাটুন।
  • চাইলে একটা আলুও ফালি করে কেটে দিতে পারেন।
  • ১টা মাঝারি সাইজের পেঁয়াজ ও পরিমাণমতো কাঁচামরিচ কুচি।
  • ১ টেবিল চামচ ঘি নিন।

baby corn fry recipe বেবি কর্ন রেসিপি

বেবি কর্নের রেসিপি : যেভাবে রান্না করবেন

  • ঘি গরম করে তাতে পেঁয়াজ দিন। ভাজা হলে তাতে মরিচ কুচি দিয়ে দিন। এরপর সাধারণ ভাজির মতোই বাকিসব উপকরণ মেশান।
  • চুলা খুব অল্প আঁচে রাখুন।
  • কড়াই ঢেকে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন।
  • ভাজি হয়ে এলে চাইলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

 

 

Recipe: Baby corn fry with ghee

Baby corn is a favorite food of many. Baby corn is often on the menu for those who like a little aristocracy, especially for vegetables. Today there is a great taste baby corn fry recipe with a little butter oil.

  • 7-8 baby corn is enough for 2 people to eat.
  • Cut the baby corn into slices along the middle.
  • If you want, you can cut a potato into slices.
  • 1 medium-sized onion and a small amount of green chili.
  • Take 1 tablespoon of butter oil.

Heat oil and add onion. When it is fried, add chilis in it. Then mix the rest of the ingredients just like a normal frying.

Keep the stove on very low heat.

Cover the pan. Stir occasionally.

You also spread some coriander leaves.

 

Potato Cumin Wrap Recipe

গরমে আম দই দিয়ে আইসক্রিম এর রেসিপি

How to make fenugreek oil

Korean Bulgogi Recipe | The ultimate taste of Korea

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!