Monday, December 23
Shadow

অডিও বাজার এখনো জমজমাট

অডিও বাজার এখনো জমজমাট

বর্তমান সময়ের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার শান শেখ।একটি সঙ্গীত পরিবারে জন্ম তাই গানের শুরুটাও সেই ছোট বেলা থেকে হয়। জনপ্রিয় বেশ কিছু গানে, সুর, সংগীত ও গায়ক হিসেবে দর্শকদের মনে সাড়া ফেলেছেন। তার বর্তমান ও ভবিষ্যত নিয়ে কথা বলেছেন, মাটি নিউজ ডট কমের সাথে।

 

 

মাটি : গানের জগতে পথ চলার গল্প?

শান : গানের শুরুটা, যখন  বুঝতে শিখেছি তখন থেকেই । আমার পরিবারের সবাই  সংস্কৃতির সাথে সম্পৃক্ত, তাই কোন বাধা ছিল না । আমার চাচার কাছে আমার প্রথম হাতে খড়ি। পরবর্তীতে উস্তাদ সঙ্কর এর কাছে তালিম নেই। তিনিই আমার সঙ্গীত গুরু। ছোট বেলা থেকে  এখন পর্যন্ত সঙ্গীতকে ধারণ করে আছি। মৃত্যু পর্যন্ত করতে চাই।

 

মাটি : একট সময় অডিও বাজার অনেক জমজমাট ছিল, এখন আর নেই , কেন ?

শান : জমজমাট নেই বললে ভুল হবে। কারণ অডিও বাজার এখনো জমজমাট। পার্থক্য এতটুকু আগে দেখা যেত, এখন যায়না।

 

মাটি : এখনকার সকল শিল্পীই ইউটিউব মূখী, এ্টা কেন হচ্ছে?

শান: অনলাইন এখন সঙ্গীত জগতের  ভালো ব্যবসার মাধ্যম। এটা শিল্পীরা এতদিন বুঝতে পারেনি, কিন্তু এখন বোঝা শুরু করেছে। অডিও বাজার আরও পরিবর্তন হবে, তার সাথে সাথে শিল্পীদের ও আপডেট হতে হবে।

 

মাটি : এখনকার সকল শিল্পীই ইউটিউব মূখী, এ্টা কেন হচ্ছে?

শান : বর্তমানে গান শোনার, ছবি দেখার ইউটিউব একটি ভালো মাধ্যম । তাতে সমস্যা কোথায়?

সব কিছুই পরিবর্তনশীল। এই দিকটাতেও ঠিক একই।

 

মাটি : আপনার গাওয়া কন্যারে গানটিও ইউটিউবে ভালো হিট হয়েছে, গানটির সৃষ্টি নিয়ে বলুন?

শান : ‘কন্যা’  গানটির জন্ম আজ থেকে ২০ বছর আগে। তখন থেকেই আমার খুব পছন্দ ছিল গানটি। অবশেষে ধ্রুব মিউজিক এর পৃষ্ঠপোষকতায় গানটি করলাম। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।

 

মাটি : সামনে আপনার ভক্তদের জন্য কি সুখবর নিয়ে আসছেন?

শান : ‘ভুলবি কেমন করে’ এই শিরোনামে একটি গান আসবে আগামী বছরের শুরুতে। গানটি ধ্রুব মিউজিক থেকে রিলিজ হবে । গানটির কথা  লিখেছেন তানিয়া সুলতানা আর সুর আমি করেছি এবং সঙ্গীত করেছেন শচি শামস।

 

মাটি : আপনি একসাথে সুরকার, মিউজিক ডিরেক্টর ও গায়ক, বিষয়টি কেমন ফিল করেন?

শান : আল্লাহ্‌র কাছে অনেক শুকরিয়া যে, আমার কারও  জন্য অপেক্ষা করতে হয় না। আমি ভীষণ ভাগ্যবান মনে করি নিজেকে।

 

মাটি : আপনার নিজের সুর, মিউজিক, ও গায়কী যে গানগুলো জনপ্রিয়তা পেয়েছে?

শান : অনেকগুলো গানই ভালো হয়েছে, তার মধ্যে, ‘সাদাকালো’ , ‘তুমি এলে’ , ‘তুমি নাকি চাঁদের মত’ , ‘শিশির ভেজা’ , ‘রং পেন্সিল’ এই গানগুলো উল্লেখযোগ্য।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!