Thursday, March 13

আনুশকা শর্মা বিরাট কোহলি এই সপ্তাহেই বিয়ের পিঁড়িতে

এই সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসছেন বিরাট কোহেলি- আনুশকা শর্মা

আনুশকা শর্মা

আলোচিত জোটি বিরাট কোহেলি- আনুশকা শর্মা

শ্রীলঙ্কা সিরিজের আগে ছুটি চাওয়ার পরেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তাহলে কি এই সপ্তাহে বিয়ে করছেন বিরাট-আনুশকা? এমনটি শুধুই প্রশ্ন ছিলো মানুষের মনে। কিন্তু এখন আর প্রশ্ন নয়। অনেকে মেনেই নিচ্ছেন, এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন সময়ের আলোচিত জোটি বিরাট কোহেলি ও আনুশকা। এর মধ্যে আরও কিছু কারণ খোঁজে পাওয়া গেছে।

গত দুইদিন আগে, গভীর রাতে পরিবার নিয়ে মুম্বাই বিমানবন্দরে যান আনুশকা। সাথে ছিল তার ছোট ভাই ও বাবা-মা। তারা সাবাই ইতালি যাওয়ারে উদ্দেশে এয়ারপোর্ট যান।তাছাড়া তাদের সাথে ছিলো হরিদ্বার আশ্রমের গুরুদেব পুরোহিত। অন্য দিকে আনুশকার বাবা নাকি ইতালিতে তার গনিষ্ঠ বন্ধুদের বিয়ের নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছেন।

এই দিকে শ্রীলঙ্কার সাথে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কের দায়িয়ত্ব পেয়েছেন রোহিত শর্মা। আর তাই জল্পনা তৈরি হল, এই সপ্তাহের ১০-১৫ তারিখের যেই কোনো একদিন বিয়ের পিঁড়িতে বসতে পারেন, বিরাট কোহেলি ও আনুশকা শর্মা। ঘটনা সত্যি হলে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *