বলিউড এমন একটা জায়গা, কেরিয়ারে আচমকাই কেউ দু’ পা এগিয়ে যান, পর মুহূর্তেই পিছলে যান চার পা। সফল হয়েও থেমে যায় পেশা। বেশ কয়েক জন বলিউড হট নায়িকা অল্প বয়সেই ইতি টেনেছেন কেরিয়ারে। বলিউড ছবিতে বহু বছর তাঁদের দেখা যায় না খুব একটা।
আয়েষা টাকিয়া: ২০০৪ সালে বলিউডে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ দিয়ে ডেবিউ আয়েষার। তবে ২০১১ সালে ‘মড’ ছবির পর আর দেখা যায়নি তাঁকে।
অমৃতা রাও: ২০০২ সালে কেরিয়ার শুরু করেন ‘অবকে বরস’ ছবি দিয়ে। তবে ২০১৩ সালে ‘সত্যাগ্রহ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি।
কিম শর্মা:২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে কেরিয়ার শুরু। ২০০৬ সালে ‘জিন্দগি রকস’ ছবির পর তাঁকে আর বলিউডে দেখাই যায়নি।
নম্রতা শিরোদকর: ১৯৯৮ সালে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে ডেবিউ। ২০০৪ সালে ‘রোক সাকো তো রোক লো’ ছবির পর নম্রতা একেবারে ব্যাকফুটে। দুই সন্তান আর স্বামী মহেশ বাবুকে নিয়ে দিব্যি রয়েছেন।
সুস্মিতা সেন: ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবি দিয়ে ডেবিউ। কিন্তু ২০১০ সালে ‘নো প্রোবলেম’ ছবির পর মিস ইউনিভার্সকে আর দেখাই যায়নি সে রকম বলিউড ছবিতে।
শমিতা শেট্টি: ২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে কেরিয়ার শুরু। পেয়েছেন পুরস্কারও। ২০০৭ সালে ‘ক্যাশ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি।