যার গানে মুগ্ধ এ আর রহমান (ভিডিও) - Mati News
Friday, December 5

যার গানে মুগ্ধ এ আর রহমান (ভিডিও)

এ আর রহমানঅন্ধ্রপ্রদেশের এক মধ্যবয়সী নারীর গানের মুগ্ধতা প্রকাশ করেছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। সম্প্রতি ওই নারীর গান ফেসবুকে পোস্ট করেন এআর রহমান নিজেই। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল। ভিডিওটিতে লাইক পড়েছে ১ লাখ ৩৭ হাজার। সঙ্গে প্রায় ৩ হাজার কমেন্ট। শেয়ার হয়েছে ২৮ হাজারেরও বেশি।

ভিডিওতে ওই নারীকে দেখা গিয়েছে একটি গান গাইতে। ১৯৯৪ সালের ছবি ‘প্রেমিকুদু’র ‘ও চেলিয়া’ গানটি তার কণ্ঠে শুনে মুগ্ধ হন কিংবদন্তি সুরকার। ওই গানটি তারই সুর করা।
ইন্টারনেটে ওই গানটি ছড়িয়ে পড়ার পরে কেউ কেউ দাবি করেছেন, অন্ধ্রপ্রদেসের ভাডিসেলিরু গ্রামের বাসিন্দা এই নারীর নাম বেবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *