জোকস : গোলাপি ইঁদুর - Mati News
Sunday, December 14

জোকস : গোলাপি ইঁদুর

জোকসজোকস : গোলাপি ইঁদুর

এক শহরে ইঁদুরের ভয়ানক উৎপাত। সবাই যখন এই বিপদ থেকে বাঁচার জন্য মরিয়া, তখন এক লোক এসে উপস্থিত। দশ লাখ টাকার বিনিময়ে সে সব ইঁদুর মেরে ফেলবে জানালো। শহরের জনগণ রাজী হলো। তখন লোকটা তার বাক্স খুলে একটা গোলাপী ইঁদুর বের করলো। গোলাপি ইঁদুরটা শহরের সব ইঁদুরকে ঘর থেকে বের করে সঙ্গে নিয়ে নদীর তীরে গেল আর সেগুলোকে পানিতে ঝাঁপ দিতে বললো। তার কথামতো সব ইঁদুর নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেল। এবার গোলাটি ইঁদুরটির মালিক তার দাবিকৃত দশ লাখ টাকা নিয়ে চলে যাবার সময় শহরের জনগণ তাকে জিজ্ঞেস করলো `ইয়ে মানে আপনার কাছে কি কোনো গোলাপী রাজনীতিবিদ আছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *