Monday, December 23
Shadow

ধর্ষণ থেকে বাঁচতে রাখীর যে পরামর্শে ছড়াল উত্তেজনা

রাখী‘মি টু’ নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্যের শেষ নেই৷ একের পর এক নানা রকমের কথা বলেছেন তিনি৷ অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ধিক্কারে নামলেও রাখিকে আটকানোর সাধ্য কারও নেই৷ কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিই পছন্দ করেন৷ যদিও খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা রীতিমত রাখিকে সমর্থন করেন, পছন্দ করেন৷

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের তনুশ্রীকে সমকামী বলে ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন রাখি৷ এছাড়াও একটি ভিডিওর কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছেন৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ভিডিও আপলোড করেছেন৷ যেখানে তিনি জানিয়েছেন, ধর্ষণ থেকে বাঁচার উপায়৷ সেই ভিডিওতে কোমরে মোটা চেইন দিয়ে একটি বড়ো তালা লাগিয়েছেন৷ সেই তালাই নাকি সকল নারীদের রক্ষা করবে৷ কারও ধর্ষণ হবে না৷

রাখি সেই চেইন দিয়ে আটকানো তালা পরে নেচেওছেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার ধিক্কারে নেমে এসেছে সাইবার দুনিয়া৷ তাদের কথায়, রাখি নারী হিসেবে একজন কলঙ্ক৷ তাঁর নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে লজ্জ্বা হওয়া উচিত৷ একজন লিখেছেন, “এই রাখি সাওয়ান্তই কথায় কথায় নারীদের সমর্থন করার কথা বলে৷ এদিকে নিজে তনুশ্রীকে নিয়ে যা নয় তাই বলছে৷ আর এখন এই ভিডিও৷ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কীভাবে ছেলেখেলা করেছে সেটাই দেখতেই পাচ্ছে সবাই৷”

আরও একজন লিখেছেন, রাখির ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ব্যান করে দেওয়া উচিত৷ যত দিন যাচ্ছে তত অশ্লীল কাজকর্ম করছেন উনি৷ রাখির বিরুদ্ধে হাজারও মানুষ কথা বললেও থেমে নেই তিনি৷

#মিটু ‘সুযোগ পেলেই শরীরে আপত্তিকরভাবে হাত দিতো’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!