শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু অভিনেত্রী পায়েল চক্রবর্তীর
Friday, December 5

শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু অভিনেত্রী পায়েল চক্রবর্তীর

পায়েলশিলিগুড়িতে হোটেলের রুমের দরজা ভেঙে পাওয়া গেল অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছের একটি হোটেলে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হোটেলে চেক-ইন করেছিলেন পায়েল। ছিলেন হোটেলের ১৩ নম্বর রুমে। পরের দিন সকালে গ্যাংটক যাবেন বলে লিখেছিলেন হোটেলের রেজিস্ট্রারে। সেই কথা জানিয়ে সকাল সাতটায় ডেকে দিতেও বলেছিলেন হোটেল কর্মীদেরও।

সেই মত বুধবার সকাল সাতটা থেকেই তাঁকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেলের কর্মচারীরা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।

পুলিশ আসার পর ভাঙা হয় ১৩ নম্বর রুমের দরজা। ঘর থেকে উদ্ধার হয় পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ফোনে চিৎকার করে কথা বলতে শোনা যায় পায়েলকে। এতটাই জোরে কথা বলছিলেন, যে হোটেল রুমের বাইরেও সেই আওয়াজ এসে পৌঁছচ্ছিল। তাঁর ফোনটি এখনও পাওয়া যায়নি। এখনই এটিকে আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ পুলিশ। নিজেকে বিবাহিত বলে রেজিস্ট্রারে নাম লিখিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় মুখ ছিলেন পায়েল। ‘চোখের তারা তুই’ আর ‘রূপায়ণ’, এই দুই ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *