8 মিলিয়ন ছাড়িয়ে বিচার হবে জানিসরে মাইয়া
Friday, December 5

8 মিলিয়ন ছাড়িয়ে বিচার হবে জানিসরে মাইয়া (ভিডিও)

বিচার হবে জানিসরে মাইয়া

সিডি ভিশন মিউজিকের ব্যানারে মুক্তি পাওয়া মিউজিক ভিডিও “বিচার হবে জানিসরে মাইয়া” অতি অল্প সময়ে চার মিলিয়ন ছাড়িয়ে! বর্তমান সময়ের জনপ্রিয় ফোক শিল্পী গামছা পলাশের গাওয়া এই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গানটি সুর করেছেন বর্তমান সময়ের ব্যাস্ততম গীতিকার ও সুরকার মাহফুজ ইমরান।গানটির গীতিকার সজীব শাহরিয়ার এবং কম্পোজার মহিদুল হাসান মন।এতে মডেল হয়েছেন আদর আহমেদ ও শ্রাবন্তী অনন্যা আর ভিডিও নির্মাণ করেছেন বাপ্পী খান। সিডি ভিশনের কর্ণধার জনাব মাহবুব আলম বলেন, শুরু থেকেই গানটি নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম এবং আশানুরূপ সাড়া পেয়েছি। অতি অল্প সময়ে দর্শক-শ্রোতা নন্দিত হয়েছে। সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ। এই গানের সফলতার রেশ নিয়েই আবার নির্মান করতে যাচ্ছি, মনির হোসেনের কথায়,মাহফুজ ইমরানের সুরে, মহিদুল হাসান মনের কম্পোজে গামছা পলাশের আরো একটি নতুন মিউজিক ভিডিও, “সকাল বেলা বাসলি ভালো বিকাল বেলা রইলি কই”। ইতিমধ্যে অডিও মাস্টার হাতে পেয়েছি। এমাসেই ভিডিওর কাজ শেষ করবো। আগামী মাসের প্রথম সপ্তাহে আশা করি সিডি ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করতে পারবো ইনশা আল্লাহ। এগানটিও আশা করি এরকম সাড়া ফেলবে। আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *