Monday, December 23
Shadow

শাহরুখ আমাকে নষ্ট করে দিয়েছে : মাহিরা খান

মাহিরা খান‘শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে, শাহরুখ জীবনের মতো আমাকে নষ্ট করে দিয়েছে!’ এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান । বলিউড বাদশা শাহরুখের সঙ্গে ‘রইস’ তার প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাকে নষ্ট করেছেন!
বুধবার পাকিস্তান ছাড়া গোটা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে শাহরুখ-মাহিরা অভিনীত ‘রইস’। ছবিটি মুক্তির আগেই ঘটে গেছে বেশ কিছু ঘটনা। শিবসেনার হুমকির কারণে শাহরুখ খানের সঙ্গে ভারতে ছবির প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। তিনি দুবাইতে ‘রইস’ প্রচারণা অনুষ্ঠানে ছিলেন একাই।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘রইস’ শুটিং পর্বের অনেক কথা বলেন মাহিরা। শাহরুখের সঙ্গে বিশেষ কিছু মুহূর্তের কথাও বলেন খোলামেলা।
মাহিরা বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার অনেক কথা হত। অনেক মজা করতাম দুজনে। তার মতো স্টারের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, বাইরের নানা বিষয় নিয়েও কথা হত। আমি তো তার বড় ভক্ত।’
মাহিরার দাবি, ‘শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে।’

তার এই বক্তব্য শুনে অনেকেই অবশ্য মনে করছেন, এটি শাহরুখের প্রতি মাহিরার দুর্বলতা প্রকাশ।
শাহরুখ-মাহিরার ‘রইস’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তাপ অনেক দিন ধরে। প্রথম দিকে ছবির দুটি পোস্টার টুইটারে পোস্ট করেন শাহরুখ। এরপর রইসের ‘জালিমা’ গানটির ভিডিও ইউটিউবে মুক্তি পেলে তরতর করে বাড়তে থাকে ভিউয়ার। এরইমধ্যে এটি দেখা হয়ে গেছে ৩০ লাখ বারের বেশি। ভক্তদের এমন আগ্রহের মধ্যেই বুধবার মুক্তি পেল ‘রইস’।
– টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!