'রাত না কাটালে সিনেমায় নিবেন না' : বলিউডে যৌন হেনস্থা - Mati News
Saturday, December 13

‘রাত না কাটালে সিনেমায় নিবেন না’ : বলিউডে যৌন হেনস্থা

যৌনবলিউডে আসছে একের পর এক যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। সে খাতায় এবার নাম যোগ হল বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের। গতকাল শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ও মডেল কেট শর্মা।
অভিনেত্রী শর্মার অভিযোগ, সুভাষ ঘাই তাকে নিজের বাড়িতে ডেকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি বলেন, গত ৬ আগস্ট আমাকে তার বাড়িতে ডাকেন। আমি গিয়ে দেখি  তার বাড়িতে তখন পাঁচ থেকে ছয়জন লোক ছিল। সবার সামনেই তিনি আমাকে ‘ম্যাসাজ’ করে দিতে বলেছিলেন। আমি প্রথমে খুবই অবাক হই, কিন্তু ওনার বয়সের প্রতি সম্মান জানিয়ে আমি রাজি হই। আমি দুই থেকে তিন মিনিটের জন্য ম্যাসাজ করে দেই তাকে এবং তারপর আমার হাত ধুতে ওয়াশরুমে যাই। তিনি আমার পিছু পিছু সেখানে যান। আমাকে সেখান থেকে নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে যান। আমাকে বলেন কিছু বিষয়ে কথা বলবেন। ঘরে ঢুকেই তিনি আমাকে জড়িয়ে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন।
শর্মা আরও অভিযোগ করে বলেন, আমি তাকে বলেছিলাম যে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু তিনি আমাকে হুমকি দেন এবং বলেন, আমি যদি রাতে তার সাথে না থাকি তবে তিনি আমাকে সিনেমায় লঞ্চ করবেন না।
তবে শর্মার এই অভিযোগ অস্বীকার করে সুভাষ ঘাই টুইটে বলেন, আইনজীবীরা বিষয়টি সামলে নেবেন।
অন্যদিকে মুম্বাই পুলিশ অভিনেত্রী শর্মার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *