Monday, December 23
Shadow

শ্রীদেবীর মেয়ে খোলামেলা পোশাকে , ক্ষেপেছেন ভক্তরা

শ্রীদেবীর

তিনি শ্রীদেবীর কন্যা ৷ বলিউডের স্টারকিড ৷ সম্পতি নেমেছেন বলিউডে ৷ আর তাই তো সবার নজর রয়েছে জাহ্নবী কাপুরের দিকে ৷ জাহ্নবী, কখন কী করছেন?, কোথায় যাচ্ছেন? কার সঙ্গে যাচ্ছেন? তটস্থ সবাই! আর এই নজরেই এবার বিপত্তিতে পড়লেন, শ্রীদেবী কন্যা জাহ্নবী !

ঘটনা ঘটলো ইশা আম্বানির বিয়ের পোশাক নিয়েই ৷ বুধবার অন্যান্য বলিউডি তারকাদের মতো জাহ্নবীও পৌঁছেছিলেন ইশার বিয়েতে ৷ পরেছিলেন, লাল ও সোনালি জরির কাজের লহেঙ্গা ৷ খুবই সুন্দর লাগছিল জাহ্নবী সে ব্যাপারে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু বিপত্তি ঘটল, লহেঙ্গার চোলি নিয়েই!

সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার হতেই হট্টগোল ! জাহ্নবীর পোশাক দেখেই ক্ষেপে গেলেন নেটিজেনরা ৷ পোশাক নিয়ে শুরু করলেন নানা মন্তব্য ৷ নেটিজেনদের অভিযোগ, হঠাৎ কেন এত খোলামেলা পোশাক পরলেন জাহ্নবী !

তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জাহ্নবী ৷ পুরো ব্যাপারটাকেই এড়িয়ে যাচ্ছেন শ্রীদেবী কন্যা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!