প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান বিজ্ঞান নিয়ে খুব কঠিন প্রশ্ন না আসলেও চর্চা না থাকলে অনেক সময় সহজ প্রশ্নের উত্তরও আমরা ভুলে যেতে পারি। তাই সাধারণ জ্ঞান বিজ্ঞান বিভাগের এ পর্বে রইল বাছাই করা কিছু সহজ অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
১। বৈদ্যুতিক চার্জের একক কী?
উত্তর : কুলম্ব
২। ইলেকট্রনের নেগেটিভ চার্জের পরিমাণ কতো?
উত্তর : 1.60 * 10-19 C
৩। এক কুলম্ব হতে কতটি ইলেকট্রন প্রয়োজন?
উত্তর : 6.25 * 10^18 টি
৪। বিদ্যুৎ পরিবাহী হতে বস্তুতে কী থাকতে হয়?
উত্তর : মুক্ত ইলেকট্রন
৫। কোন প্রাণীটি সরাসরি খাবার থেকে পানি সংগ্রহ করে এবং কখনই পানি পান করতে হয় না?
উত্তর : ক্যাঙ্গারু ইঁদুর (ক্যাঙ্গারু র্যাট)
৬। মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি, যা খালি চোখেই দেখা যায়?
উত্তর : ডিম্বাণু
৭। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ কোনটি?
উত্তর : স্নায়ু কোষ
৮। আমাদের শরীরে বাইরে থেকে আসা কোষ (যেমন ব্যাকটেরিয়া) খেয়ে ফেলে কোনটি?
উত্তর : ফ্যাগোসাইটস
৯। মানবদেহে পেশীর সংখ্যা কত?
উত্তর : ৬৩৯টি
১০। কোন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ আছে?
উত্তর : মাছ
১১। উড়তে না পারা সবচেয়ে ছোট পাখি কোনটি?
উত্তর : কিউই
১২। সরোলজি মানে কোন বিষয়ে পড়াশোনা বোঝায়?
উত্তর : টিকটিকি ও গিরগিটি জাতীয় প্রাণী নিয়ে।
১৩। হরমোন তৈরি হয় কোন গ্রন্থি থেকে?
উত্তর : এনডকরিন গ্রন্থি
১৪। সূর্যের ক্রোমোস্ফিয়ারে (বহির্মণ্ডল) পাওয়া প্রথম গ্যাস কোনটি?
উত্তর : হিলিয়াম
১৫। ধাতব সোডিয়াম কিসের মধ্যে ডুবিয়ে রাখতে হয়?
উত্তর : কেরোসিন
১৬। কোন খনিজ থেকে রেডিয়াম সংগ্রহ করা হয়?
উত্তর : পিচব্লেন্ড
১৭। পটাশিয়াম নাইট্রেট প্রধানত কী কাজে লাগে?
উত্তর : সার তৈরিতে
১৮। সোডা পানিতে কোন গ্যাস থাকে?
উত্তর : কার্বন ডাই-অক্সাইড
১৯। অ্যালুমিনিয়াম কোন আকরিকে থাকে?
উত্তর : বক্সাইট
২০। বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাসটি থাকে?
উত্তর : নাইট্রোজেন
সাধারণ জ্ঞান বিজ্ঞান বিভাগে নিয়মিত আপডেট হবে। এ ছাড়া প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন ও উত্তর পেতে চোখ রাখুন আমাদের সাইটে। নিজের মন্তব্য, পোস্ট বা লেখা শেয়ার করতে যোগ দিন স্টাডি ক্লাব গ্রুপে।
আরো পড়ুন
বাংলা : গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ (পর্ব-১)
উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি তথ্য (পর্ব-১)