class="post-template-default single single-post postid-47297 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

ধর্মচর্চায় নারীদের আয়ু বাড়ে

এক গবেষণায় পাওয়া গিয়েছে যেসব নারী ধর্মীচর্চায় সপ্তাহে একাধিকবার অংশগ্রহণ করেন তাদের দীর্ঘ আয়ু প্রাপ্তির সম্ভাবনা বেশী এবং ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা কম

গবেষণাটি দাবি করছে যেসব মধ্য বয়স্ক এবং বয়স্ক নারী সপ্তাহে একাধিকবার ধর্মীচর্চায় নিয়োজিত থাকেন তাদের হৃদরোগে রোগে নিহত হবার সম্ভাবণা ২৭ শতাংশ কম এবং মৃত্যুর সম্ভাবনা ২১ শতাংশ কমে যায়।

বোস্টনের হার্ভারড টুএইচ চ্যান স্কুল অব পাবলিকের টাইলার যে ভ্যান্ডারউইলি এবং তার সহকর্মিরা ধর্মীয় চর্চায় অংশগ্রহণকারী এবং নারী মৃত্যুর উপর এই গবেষণা চালান।

গবেষণা পত্রটি অনলাইনে জামা ইন্টার্নাল মেডিসিন (JAMA Internal Medicine) প্রকাশ করে। এর জন্য ১৯৯২ থেকে ২০১২ এবং ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ধর্মচর্চা করেছে এমন নারীদের উপর গবেষণা-জরিপ চালানো হয়।

আরো পাওয়া যায় নারীদের মাঝে যারা নিয়মিত ধর্মচর্চা করে থাকেন তাদের মাঝে বিষন্নতার প্রবণতা কম এবং বিবাহিত হবার সম্ভাবনা বেশী।

খুবই সূক্ষ্মভাবে পরিকল্পিত এই তথ্য বিশ্লেষণ মৃত্যুর হার হ্রাস এবং সপ্তাহে একাধিকবার ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণের মাঝে একটি দৃঢ় সম্পর্ক দেখাতে সক্ষম হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!