Tuesday, December 24
Shadow

বৈশাখে সালমার দুই গানের ধামাকা ভিডিও

বৈশাখে সালমা

 

জনপ্রিয় সংগীতশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা পহেলা বৈশাখ উপলক্ষে নতুন দুটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। এগুলোর মধ্যে ‘আউলা প্রেমে’ শিরোনামে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রিয়াজ খান। আর ‘ভুলিয়া বন্ধু’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ‘আউলা প্রেমে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। গানের মডেল হয়েছেন চিত্রনায়িকা আঁচল ও  চিত্রনায়ক সানজু জন।

‘ভুলিয়া বন্ধুূ’ গানের মডেল হয়েছেন ইমামী ফেয়ার হ্যান্ডসাম মডেল আবিক ও নবাগত মায়া। ফোক ঘরানার গান দুটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম। সালমা মিউজিক ইউটিউব চ্যানেলে আসবে ‘আউলা প্রেমে’ মিউজিক ভিডিও।

‘ভুলিয়া বন্ধু’ গানের মিউজিক ভিডিও আসবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। গানটির সুর করেছেন জিয়া উদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন।

সালমা বলেন, ‘ভুলিয়া বন্ধু’ গানের কথা আমার জীবনের গল্পের সঙ্গে মিলে যায়। আর ‘আউলা প্রেমে’ গানে লোকজ আঙ্গিকের কথার সঙ্গে রক সংগীত যুক্ত করে সাজানো হয়েছে। কথা ফোক, কিন্তু পুরো ডিজে সং। গান দুটির কারণে এবারের বৈশাখে আমার জন্য হবে ধামাকা বৈশাখ ।

 

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3yt-b4O-N5f8tI3DOp0F7CfWyK9aOp4itTpC7CxV4onb0fCiRoKuCO7HU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!