কিয়ামত পৰ্যন্ত যে দোয়া সীলমোহর করে সংরক্ষণ করা হয়
(ওযু শেষ করার পর কালেমা শাহাদাত ও অন্যান্য দোয়া পাঠ করে সবশেষে এই দোয়া পাঠ করতে হয়)
(সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা-ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা)
হে আল্লাহ! আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তাওবা করছি।
আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত: রাসূল (সা:) বলেছেন, যে ব্যক্তি উযূ করার পর এই দোয়াটি পাঠ করবে তার জন্য এটি একটি সাদা পাতায়/পাতলা চামড়ায় লিপিবদ্ধ করা হয়। অত:পর তা সীল করে দেয়া হয় যা কিয়ামাতের দিন পর্যন্ত নষ্ট করা হয় না।
(সহীহ আত-তারগীব ১৪৭; সিলসিলাহ সহীহাহ ২৩৩৩)
আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত: রাসূল (সা:) বলেছেন, যদি কেউ ওযু করার পর এই দোয়াটি পাঠ করে তাহলে তা একটি পত্রে লিখে তার উপর সীলমোহর অঙ্কিত করে রেখে দেওয়া হবে। কিয়ামতের আগে সেই মোহর ভাঙ্গা হবে না।
(নাসায়ী ৬/২৫; সহীহ আত-তারগীব ১/১৬৬-১৬৭)