Sunday, January 5
Shadow

বর্ণমালার ইতিহাস ও অজানা ফ্যাক্টস

আজ আমরা জানবো বর্ণমালার ফ্যাক্টস, অজানা তথ্য ও ইতিহাস।

সত্যিকার অর্থে প্রথম বর্ণমালা ব্যবহার করে লেখার পদ্ধতিটার নাম ফোনিসিয়ান বর্ণমালা। প্রায় ৩২০০ বছর আগে আজকের যেখানে লেবানন অবস্থিত, সেখানকার লোকেরা এটা ব্যবহার করতো।

ফোনিসিয়ান বর্ণমালার ওপর ভিত্তি করেই গ্রিক বর্ণমালার জন্ম। আর ওই বর্ণমালাতেই প্রথম স্বরবর্ণের আবির্ভাব ঘটে। এতে করে পড়ার কাজটা আরও সহজ হয়ে যায়।

১৬ শতকের আগ পর্যন্ত ইংরেজিতে ‘জে’ অক্ষরটি ছিল না।

রাশিয়া ও বুলগেরিয়াসহ আরও অনেক দেশে ব্যবহৃত সিরিলিক বর্ণমালা আবিষ্কার করেছিলেন দুই ভাই। তারা হলেন—সিরিল ও মেথোডিয়াস।

ন্যাটিভ আমেরিকানদের মধ্যে জনপ্রিয় চেরোকি ভাষার জনক হলেন সিকুইয়া। তিনি কোনো ভাষা জানতেন না দেখে নিজের ও বন্ধু-বান্ধবদের জন্য চেরোকি ভাষা তৈরি করেন।

ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘ই’ অক্ষরটি। প্রায় ১১ শতাংশ ইংরেজি শব্দ অক্ষরটি পাওয়া যাবে।

বর্ণমালাকে ইংরেজিতে বলে আলফাবেট। শব্দটি এসেছে গ্রিক বর্ণমালার প্রথম দুই অক্ষর আলফা ও বেটা থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!