চীন–আফ্রিকা বন্ধুত্ব: ধানের ক্ষেত থেকে মানুষের হৃদয়ে
ফয়সল আবদুল্লাহ : সত্তরের দশকে আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ধানের ক্ষেতে আলোয় ঝিলমিল করত সোনালি ধান। সেই কাদামাখা ক্ষেতে পা ডুবিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন চীনের কৃষি বিশেষজ্ঞরা—সেচ, চাষাবাদ আর ফলন বাড়ানোর কৌশল তারা শিখিয়ে দিতেন হাতে–কলমে।
সে উদ্যোগ শুধু কৃষিতেই সীমাবদ্ধ থাকেনি। আফ্রিকার মাটিতে গজানো ধানের শীষের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছিল চীন ও কঙ্গোর গভীর বন্ধুত্ব। কঙ্গোর উপ–প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনীতিমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা স্মরণ করেন, চীনা বিশেষজ্ঞদের শেখানো পদ্ধতিতে ধান চাষ করে কঙ্গোর বহু পরিবার তাদের জীবনের মান বদলে ফেলেছে।
আজও সেই সম্পর্ক বিস্তৃত হচ্ছে। শিল্পোন্নয়ন, অবকাঠামো, কৃষি গবেষণা থেকে শুরু করে প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে চীন–আফ্রিকা সহযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। গত ২৫ বছরে আফ্রিকায় সড়ক–রেল নির্মাণ, কর্মসংস্থান ...












