হাজার হাজার ভক্তের মাথায় নারিকেল ভেঙেছেন পুরোহিত
Friday, December 5

হাজার হাজার ভক্তের মাথায় নারিকেল ভেঙেছেন পুরোহিত

অন্ধ বিশ্বাস আর মূর্খতার নজির ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের মহাদানপুরমে। হাজার হাজার ভক্তের মাথায় নারিকেল ভেঙেছেন পুরোহিত। আবার সেই ঘটনার ভিডিও হয়েছে ভাইরাল!

জানা গিয়েছে,  ভিডিওটি তোলা হয়েছিল গত ৪ আগস্ট তামিলনাড়ুর মহাদানপুরমে। সেখানকার হিন্দু-তামিল সম্প্রদায়ের বাৎসরিক আগি পেরুক্কু উৎসব কষ্ট স্বীকারের জন্য বিখ্যাত। মহালক্ষ্মী মন্দিরের ওই উৎসবে হাজারো ভক্তের মাথায় নারকেল ভাঙেন পুরোহিত।

মাথায় নারকেল ভাঙার অনুষ্ঠানে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীরাও। আহতদের চিকিৎসা পরিষেবা দেয়ার জন্য নেয়া হয়েছিল যাবতীয় ব্যবস্থা। কিন্তু অনেকের মাথা ফেটে রক্তপাত হতে থাকলেও চিকিৎসা করাতে রাজি হননি। কারণটা তারা ওই কষ্ট স্বীকার করেছেন। ঈশ্বরের উদ্দেশে এমন লৌকিক কষ্ট স্বীকারের পর চিকিৎসা করালে ঈশ্বরকে অপমান করা হবে, এমন মানসিকতা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

তবে উপশমের জন্য বিভুতি এবং হলুদগুঁড়ো ব্যবহারের নিদান রয়েছে প্রথায়। এদিকে, এই রীতি পালনে বেশ কয়েকজন ভক্ত মারাত্মকভাবে আহত হওয়ায় নিন্দা প্রকাশ করেছে রাজ্যের মানবাধিকার কমিশন।

https://www.youtube.com/watch?v=v8m_Xlgtmus

নারিকেল ভাঙার একটি ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *