লিসা অনলাইন শপে নতুন কালেকশন
লিসা অনলাইন শপ নিয়ে এসেছে ট্রেন্ড এর মধ্যে আরাম আর ফ্যাশন এর কম্বিনেশন। তাই এবারের গ্রীষ্ম আরামেই হচ্ছে ফ্যাশনেবল ভাবে।লিসা অনলাইন শপ এর প্রতিষ্ঠাতা লিসা। তিনি জানান, সারা বছরই আমাদের এগুলো হিট কালেকশন। তবে গত ঈদের জন্য নতুন ডিজাইনের একটা আরামদায়ক কাপ্তান এসেছে। আমাদের কাছে শর্ট কাপ্টান লং কাপটান আবায়া কাপ্তান টপস কাপ্তান ম্যাক্সি কাপ্তান নরমাল ওয়ার এর জন্য ম্যাক্সি এগুলো আছে। কাস্টমার বেশি শর্ট কাপ্তান এবং লং কাপটান পছন্দ করছে।
মডেল : নিলুফার দিশা
‘নিজেকে একটু ফ্যাশনেবল ও দেখতে সুন্দর লাগার সাথে সাথে কিন্তু পোশাকটা আরামদায়ক হতে হবে এটাও মাথায় চিন্তা রাখে সবাই। এইজন্যই আমরা এমন একটা কালেকশন নিয়ে কাজ করছি যেটা ঘরে পরতে পারবেন বাসায় পরতে পারবেন, ভার্সিটি অফিস যে কোন জায়গায় পরার উপযোগী। আমাদের এই কাপ্তান ড্রেসগুলো অনেক কমফোর্টেবল।’
মডেল : নিলুফার দিশা
সাথে সাথে আমর...