‘ আন্তর্বাস খাকি ‘ নিয়ে তোলপার ভারতে
একটি সভায় গিয়ে কারও নাম উচ্চারণ না করেই আজম খান মন্তব্য করেছিলেন ‘তাঁর পরনের অন্তর্বাসের রংও খাকি।’ এর থেকেই শুরু হয় বিতর্ক। মামলা দায়ের করা হয় আজম খানের বিরুদ্ধে। এবার মুখ খুললেন জয়া প্রদা।
সোমবার জয়া প্রদা বললেন, গণতন্ত্র এবং নারীদের সম্মান রক্ষার খাতিরে এই মনোভাবের মানুষকে ভোটে লড়ার অধিকার দেওয়া উচিত নয়। বিজেপি প্রার্থী পালটা জবাবে তাঁর প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে বলেন, ‘আমি মরে গেলে কি আপনি শান্তি পাবেন! আপনি কী ভাবছেন? আমি ভয় পেয়ে রামপুর ছেড়ে চলে যাব? ভুল ভাবছেন।’
এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ মুখ খুলেছেন,জয় প্রদার নামে চূড়ান্ত আপত্তিজনক মন্তব্য করায় সমাজবাদী পার্টির নেতা আজম খানকে তিরস্কার করেন সুষমা। তিনি সপা প্রধান মুলায়ম সিং যাদবের উদ্দেশ্যে টুইট করে এই ঘটনার সঙ্গে মহাভারতের বস্ত্রহরণ পর্বের তুলনা টানেন।
একটা সময়ে আজম খানের হাত ধরেই রামপুরে এসেছিলেন তত্কালীন সমাজবাদী পার্টি প্রার্থী জয়া প্রদা। পরে অবশ্য দু’জনের মধ্যে তিক্ততা এতটাই বেড়ে যায়, খানের বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগও করেন জয়া প্রদা।
অখিলেশ যাদবের উপস্থিতিতেই একটি নির্বাচনী জনসভায় জয়া প্রদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন আজম খান।