ওপেন-সোর্স এআই মডেল বাজারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন: গবেষণা - Mati News
Friday, December 5

ওপেন-সোর্স এআই মডেল বাজারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন: গবেষণা

ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ওপেন-সোর্স এআই প্রতিষ্ঠান হাগিং ফেসের যৌথ গবেষণায় দেখা গেছে, গত এক বছরে বিশ্বব্যাপী ওপেন-সোর্স এআই মডেল ডাউনলোডের ১৭ দশমিক ১ শতাংশ এসেছে চীনা মডেল থেকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অংশ ছিল ১৫ দশমিক ৮ শতাংশ।

ডিপসিক এবং আলিবাবার কিউওয়েন–এর মতো মডেলগুলো চীনা ডাউনলোডের বড় অংশ জুড়ে রয়েছে।

ai illustration

ওপেন-সোর্স মডেল ডেভেলপারদের জন্য উন্মুক্ত। যেকেউ এগুলো ডাউনলোড করে নিজেদের মতো করে সিস্টেমে যুক্ত করতে পারে।

২১ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত ওপেন অ্যাটম ডেভেলপারস কনফারেন্স ২০২৫–এ চীনা প্রকৌশল একাডেমির অ্যাকাডেমিশিয়ান নি কুয়াংনান বলেন, ‘ওপেন সোর্স এখন বৈশ্বিক আইটি উন্নয়নের শক্তিশালী ইঞ্জিন। বড় মডেল–নির্ভর এআই যুগে এর গতি আরও শক্তিশালী হয়েছে।’

চীনের ১৫তম পাঁচসালা পরিকল্পনায় (২০২৬-২০৩০) ওপেন সোর্সকে আরও এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

নি কুয়াংনান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়েছে—আমেরিকার ৮০ শতাংশ এআই স্টার্টআপ চীনা ওপেন-সোর্স মডেল ব্যবহার করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *