হুয়াওয়ের স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসে আসছে হুইলচেয়ার মোড - Mati News
Tuesday, January 20

হুয়াওয়ের স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসে আসছে হুইলচেয়ার মোড

চলতি মাসেই স্মার্ট ঘড়ি ও ব্যান্ডগুলোতে ‘হুইলচেয়ার মোড’ চালু করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন সুবিধাটি হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজে ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে খেলাধুলা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ট্র্যাক করতে পারবেন।

হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস মার্কেটিং অ্যান্ড সেলস সার্ভিসেসের প্রেসিডেন্ট চু পিং জানান, এশিয়ান প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট মজিদ রাশেদের অনুপ্রেরণাতেই এই উদ্ভাবনী বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে।

তিনি বলেন, গবেষণার পর আমরা এই ফাংশনটি তৈরি করেছি, যা হুইলচেয়ার ঠেলার সংখ্যা, সময়কাল এবং ক্যালোরি রেকর্ড করার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে শারীরিক কার্যকলাপ মূল্যায়ন করতে সাহায্য করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যায়াম পরিচালনা করতে পারবেন।

এ বছর হুয়াওয়ের বৈশ্বিক পরিধানযোগ্য ডিভাইস শিপমেন্ট ২০০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে গেছে। বছরের প্রথমার্ধে বৈশ্বিক শিপমেন্টে এটি প্রথম স্থান দখল করেছে এবং ২০টিরও বেশি বাজারে নেতৃত্ব দিচ্ছে। ব্র্যান্ডটি ২০২৫ সালের কান্তার ব্র্যান্ডজেড র্যাঙ্কিংয়ে ৩৯তম স্থানে উঠে এসেছে।

কোম্পানিটি পরিধানযোগ্য ডিভাইস এবং ইকোসিস্টেম অ্যাপ্লিকেশনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারা সম্প্রতি প্যারিসে নতুন ঘড়ি উন্মোচন করেছে এবং বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ পর্যন্ত তারা ১৫০টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করেছে এবং স্বাস্থ্য গবেষণার জন্য ৭০টিরও বেশি ধরনের ডেটা উন্মুক্ত করেছে।

সূত্র: সিএমজি

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *