অভিনয়ের বিনিময়ে তাঁদের যে প্রস্তাব দেয়া হয়!
রাধিকা আপ্তে , শ্রুতি হাসান, পার্বতীর মতো দক্ষিণী অভিনেত্রীরা কাস্টিং কাউচ নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁদেরও অভিনয়ের জন্য দেয়া হয়েছিল অনৈতিক প্রস্তাব। সেসবই জানালেন তাঁরা-
রাধিকা আপ্তে
বলিউডে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন রাধিকা। তাঁর ফিল্ম ক্যারিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ছবি দিয়ে। এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছিলেন, একজন দক্ষিণী অভিনেতা রাধিকাকে ফোন করে তাঁর ঘরে ডেকেছিলেন। কিন্তু, রাধিকা সেই প্রস্তাব প্রত্যাখান করেন। পরে রাধিকার সঙ্গে এ নিয়ে ওই অভিনেতার বচসাও হয়। শুধু তাই নয়, রাধিকা আরও বলেছিলেন, একব্যক্তির সঙ্গে সহবাসের প্রস্তাব দেওয়া হয়েছিল রাধিকাকে। সে প্রস্তাব মেনে নিলে রাধিকাকে বলিউডে কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।
শ্রুতি হাসান
এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে শ্রুতি নিজের অভিজ্ঞতার কথা জানান। শ্রুতি বলেন, ১৮ বছর বয়সে এক তামিল প্রযোজকের কাছ থেকে অশ্লীল প্রস্তাব পেতে ...













