Karizma ZMR তৈরি বন্ধ করতে চলেছে Hero ?
এবছর চারটি রঙে করিশ্মা জেডএমআর লঞ্চ করেছিল হিরো। ব্লেজিং রেড, প্যানথর ব্ল্যাক, স্পটলাইট হোয়াইট, ভাইব্রেন্ট ওরেঞ্জ-এই চারটি রঙেই নতুন ভাবে এসেছিল করিজমা জেডএমআর। দাম ১.১০ লক্ষ টাকার কাছাকাছি।
নতুন লুক, নতুন ফিচার নিয়ে এসেও কাজ হল না। ভারতীয় বাজারে জনপ্রিয়তা তলানিতে ঠেকল Hero Motocorp-এর এক সময় ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Karizma ZMR-এর বাইকের। শোনা যাচ্ছে, মোটর বাইকটি বানানো বন্ধ করে দেবে Hero।
এবছর মে মাসেই Karizma জেডএমআর-কে মোডিফাই করে নতুন ভাবে বাজারে ছেড়েছিল হিরো। প্রচারও হয়েছিল ভালই। তবে বাকি মোটরবাইকের সঙ্গে প্রতিযোগিতায় দাঁড়াতেই পারল না এই স্পোর্টস লুকের মোটরবাইক। বিক্রি কমতে কমতে এমন তলানিতে নেমেছে যে গত অক্টোবরে একটাও মোটরসাইকেল বিক্রি করতে পারেনি হিরো।
এবছর চারটি রঙে করিশ্মা জেডএমআর লঞ্চ করেছিল হিরো। ব্লেজিং রেড, প্যানথর ব্ল্যাক, স্পটলাইট হোয়াইট, ভাইব্রেন্ট ওরেঞ্জ-এই চারটি রঙ...














