‘মিথ্যা বরাবর মিথ্যাই থাকবে, মিথ্যাটা কখনো সত্যি হয়ে যাবে না।’
‘নতুন করে কিছু বলার নেই। ১০ বছর আগেই বলেছি। তখন যা বলেছি, এখনো তা-ই বলব। সেটা এখন পাল্টে যাবে না। মিথ্যা বরাবর মিথ্যাই থাকবে। মিথ্যাটা কখনো সত্যি হয়ে যাবে না।’ বললেন নানা পাটেকার। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ে নিজের বাসার সামনে বিভিন্ন টিভি চ্যানেলের মুখোমুখি হন বলিউডের এই শক্তিমান অভিনেতা।
ঘোষণাটা আগেই দিয়েছিলেন, সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করবেন নানা পাটেকার। তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন, সে ব্যাপারে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। কিন্তু পিটিআই জানিয়েছে, শেষ মুহূর্তে তা বাতিল করে নানা পাটেকারের ছেলে মালহার খুদে বার্তা পাঠিয়েছেন। তিনি জানান, ‘সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে। দয়া করে তা আপনার সহকর্মীকেও জানিয়ে দিন। পরে কোনো সুবিধাজনক সময়ে তা আয়োজন করা হবে।’ কারণ হিসেবে জানা গেছে, নানা পাটেকার এখন তাঁর আইনজীবীর পরামর্শ মেনে চলছেন। আইনজীবী এভাবে কথা না বলার জন...