কাজ করতে গিয়ে বাজে সমস্যার সম্মুখীন হইনি : আজমেরি
‘ওহ্, আজমেরি আশা! পিয়া বিপাশার বোন’—অনেকে এভাবেই চেনেন তাঁকে। এতে কোনো দুঃখবোধ নেই আশার, ‘বরং প্রাউড ফিল করি, আমার ছোট বোনকে সবাই খুব ভালোভাবে চেনে। ও অল্প সময়ে খুব ভালো কিছু কাজ করেছে। বেশ মেধাবীও। স্বাভাবিকভাবেই ওর নামডাকটা বেশি।’
অভিনয় শুরু করেছিলেন ছয় বছর আগে। প্রথম নাটকেই সহশিল্পী তাহসান, ছিলেন বোন পিয়া বিপাশাও। এরপর অনেক নাটকই করেছেন। মাঝখানে একটু দূরে সরে গিয়েছিলেন। ঈদে আবার ফিরেছেন। এর পর থেকে বেশ কয়েকটি নাটক প্রচারিত হলো। বেশ ব্যস্ত সময় যাচ্ছে? ‘খুব একটা না। ঈদে কিছু নাটক করেছিলাম। সবগুলোর শুটিং হয়েছে নেপালে। বেশির ভাগেরই পরিচালক দীপু হাজরা। ঈদের পরও নেপালে গিয়ে কয়েকটা নাটক করে এলাম। একসঙ্গে অনেক শিল্পী, পরিচালক গিয়েছিলাম। ঘুরেফিরে সবাই প্রায় সব নাটকে অভিনয় করেছি। তাই সংখ্যাটা বলতে পারছি না। সে নাটকগুলোই এখন প্রচারিত হচ্ছে। এ কারণেই মনে হচ্ছে অনেক নাটক করছি। আসলে কিন্তু তা না। ...













