‘সুখপাখি’র মডেল আরজে ফারহান
চ্যানেল আই-এর আয়োজনে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গান’ থেকে উঠে আসা খায়রুল ওয়াসীর প্রথম গানের অ্যালবাম ‘গোপন প্রেম’ ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) থেকে প্রকাশিত হয় এবছরের মার্চ মাসে। তিনটি লোকগান দিয়ে সাজানো হয়েছিলো সেই ইপি অ্যালবামটি। অ্যালবামের একটি গান ‘সুখপাখি’। এবার এই ‘সুখপাখি’ গানটির ভিডিও নিয়ে হাজির হচ্ছেন প্রতিভাবান কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ডিএমএস, তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করে গানটি।
গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর করেছেন খায়রুল নিজেই আর সংগীতায়োজন করেছেন সজীব দাস।
পুরান ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। ভিডিওতে মডেল হিসেবে আছেন জনপ্রিয় আরজে ও সময়ের আলোচিত মডেল অভিনেতা ফারহানকে। তার সাথে জুটি বেধেছেন মডেল লামিমা লাম । থাকছে খায়রুল ওয়াসীর উপস্থিতি...














