হারলে আর্জেন্টিনার বাড়ি ফেরা ছাড়া উপায় নেই : আর্দিলেস
আইসল্যান্ড ম্যাচ ভয়ের হিমশীতল অনুভূতি এনে দিয়েছে। পরের ম্যাচটাকে বানিয়ে দিয়েছে বাঁচা-মরার লড়াই। লিওনেল মেসিরা কি পারবেন অভয়ের চাদরে জড়িয়ে নিতে নিজেদের? অসভালদো আর্দিলেস বলছেন, না পারার তো সুযোগই নেই। হারলেই যে বাড়ি ফেরার ব্যাগ গোছাতে হবে!
১৯৭৮-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এখন ফুটবল পণ্ডিত হিসেবে নাম করেছেন। নিজের লেখা কলামে মেসিদের জন্য সতর্কবার্তাই উচ্চারণ করেছেন আর্দিলেস। এই ম্যাচে শুধু তো আক্রমণ নয়, আর্জেন্টিনাকে ভাবতে হবে নিজের রক্ষণ নিয়েও। আর্দিলেস লিখেছেন, ‘আইসল্যান্ডের মতো কিন্তু ক্রোয়েশিয়া কেবল ঠেকিয়ে খেলবে না। ওরা আক্রমণও করবে। ওদের কাছে হারলে আমাদের বাড়ি ফেরা ছাড়া আর উপায় নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে হার এড়াতে হলে আমাদের সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। গত শনিবারের ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। ডিফেন্স দুর্বল ছিল, মিডফিল্ডের তো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না।’
আর্জেন্টিনা এখন পর...













