আজকের রাশিফল : আজ রাশিতে কী আছে - Mati News
Friday, December 5

আজকের রাশিফল : আজ রাশিতে কী আছে

আজ ৪ জুলাই ২০২২। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কুংকুরু নক্ষত্রপুঞ্জ আর ৫৩ ডিগ্রিতে অবস্থান করছে। মানে আজকের দিন হালকা পাতলা মেজাজে কাটবে বেশিরভাগ ধনু রাশির জাতকের। 

আজকের রাশিফল

মেষ

টাকা পয়সা একটু খরচ হলেও আয়ের পথ খুলবে। বন্ধুদের পাল্লায় পড়বেন না, পকেট হালকা হয়ে যাবে। আজ ফেসবুক কম ব্যবহার করুন। চোখটাকে বিশ্রাম দিলে নতুন আইডিয়া পাবেন। 

 

বৃষ

বিশেষ কিছু নেই। সব আগের মতোই। 

 

মিথুন

প্রেমে সুবাতাস। সৃজনশীলতা চরমে। হালকা জ্বরের লক্ষণ আছে। নাপা খান, চিন্তা নেই।  

 

কর্কট

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ কর্কটের মন ভালো আছে। বাইরের চা খাবেন না। কাউকে টাকা ধার দেবেন না।

 

সিংহ

মনটা তুলতুলা রাখার চেষ্টা করুন। অনেকে বাক্যবাণ্যে জর্জরিত করার চেষ্টা করবে। এড়িয়ে যান। দুটো কান আছে যেহেতু, একটা দিয়ে সব বের করে দিন।

 

কন্যা

বিদেশ যাওয়ার চিন্তা থাকলে আরও চিন্তা করুন। মানে যাওয়ার হলে সিরিয়াস হয়ে যান। কাল থেকে সিরিয়াস হলেও ক্ষতি নাই।

 

তুলা 

ইনবক্সে কাউকে কিছু লেখার আগে এখন খুব বেশি ভাবতে হয় না। আনসেন্ট করে দেওয়া যায়। আর স্ক্রিনশটেরও ইদানিং দাম নেই। অযথা টেনশন না করে ডিজিটাল দুনিয়ায় সতর্ক থাকুন।

 

বৃশ্চিক 

ডাক্তার-বদ্যির পেছনে হালকা খরচাপাতি করুন।

 

ধনু

মন খারাপ মন খারাপ ভাব? হাতের কাছে রেডিমিক্স চা থাকলে খেয়ে নিন। মাল্টা জাতীয় ফল খান।

 

মকর 

ধরা যাক আজ সোমবার কোনো কাজ নেই। মাঝে মাঝে কাজহীন দিনের জন্য শুক্রবার শনিবারের অপেক্ষায় থাকবেন না। এতে জটলা আরও বাড়ে।

 

কুম্ভ

শরীর খারাপ? থাকুক। শরীরটাকে সময় দিন, নিজেকে সারিয়ে তোলার। ওষুধপত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার দরকার কী।

 

মীন

মিন মিন করে বলছি, আজ অর্থভাগ্য সুপ্রসন্ন। বেতন বোনাস আরও কত কী। তবে অপ্রত্যাশিত কিছু পেলেও মন্দ না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *